টাঙ্গাইলে ডিবি কর্তৃক হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বিপিএম, এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেনের নির্দেশনায় হত্যা মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে । উদ্ধার করা হয়েছে লুন্ঠিত ১ টি ইজিবাইক এবং ডিসিষ্টের ব্যবহৃত মোবাইল ফোন।
উক্ত চাঞ্চল্যকর মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ জাহাঙ্গীর আলম-২ এর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই মোঃ আহসানুজ্জামান, এএসআই রতন এবং সঙ্গীয় ফোর্স। এ ছাড়াও তথ্য-প্রযুক্তির ব্যবহার করে, অক্লান্ত পরিশ্রম করে এবং বিচক্ষণতার সাথে অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার আসামীকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ৩ জন আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।