ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এইচ এম জোবায়ের হোসাইন:
মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২০ জুন/২০২১ খ্রিঃ। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন রামভদ্রপুর সাকিনস্থ থেকে উক্ত তারিখ ২৩.৫৫ ঘটিকার সময় ১০ গ্রাম হেরোইনসহ মদাক ব্যবসায়ী ১। মোঃ আমিনুল ইসলাম ওরফে আমিরুল (৩৫), পিতা-মৃত আঃ হেকিম, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সাং-হরিপুর দেওলী, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ এবং এসআই মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ গৌরীপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২১ জুন/২০২১ খ্রিঃ। ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন চুরালি সাকিনস্থ কলতাপাড়া বাজার থেকে উক্ত তারিখ রাত ০২.১৫ ঘটিকার সময় ০১(এক) কেজি গাঁজাসহ মদাক ব্যবসায়ী ২। মোঃ আশরাফ হোসেন (৩২), পিতা-মোঃ আমিনুল ইসলাম, মাতা-রাশিদা বেগম, সাং-খরিচা, থানা-কোতোয়ালী, ৩। মোহাম্মদ আলী (৬৫), পিতা-মৃত মোসলেম উদ্দিন, মাতা-মৃত আমেনা খাতুন, সাং-গুজিকা (কেরামতি মসজিদের পাশে), থানা-গৌরীপুর, ৪। মোঃ আরিফ হোসেন (৩২), পিতা-আজিজুল করিম ওরফে আসলাম উদ্দিন, মাতা-আনোয়ারা খাতুন, সাং-চর ভবানীপুর কোনাপাড়া, থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।