চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ৪হাজার ২শ ইয়াবাসহ আটক ২

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ্ মোঃ আব্দুর রউফ এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন গোপন সংবাদের ভিত্তিতে ১৭জুন চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৪হাজার ২শ ইয়াবাসহ মোঃ মনজুর আলম (৩৮) ও মোঃ সোলাইমান খোকন(৪০) কে আটক করা হয়। আটক ব্যাক্তিদ্বয়ের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।