সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভা

অদ্য ২৬/০৯/২০২৩ খ্রি. তারিখ ভোলা জেলার লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব গিয়াস উদ্দিন আহমেদ, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ভোলা জনাব মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক (অঃ দাঃ), মহিলা বিষয়ক অধিদপ্তর, ভোলা জনাব মোঃ ইকবাল হোসেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, ইমাম, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অনামিকা নজরুল।