শিরোনাম

South east bank ad

টেকনাফে এক লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন   |   দেশ

টেকনাফে এক লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে এক লাখ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। বুধবার (৭ জানুয়ারি) টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি পানের বরজে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ১০টি প্যাকেটে থাকা মোট এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ হাকিম (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‍্যাব আরো জানায়, গ্রেপ্তার হাকিম টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

BBS cable ad