শিরোনাম

South east bank ad

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন   |   দেশ

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক বাড়িতে রাতে চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসান (৩০)-সহ ২ জনকে আট করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এম এ তাফসীর হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে আর জমা দেননি। এ ঘটনায় রবিবার (৪ জানুয়ারি) সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির এজাহার দায়ের করেছেন।

গ্রেপ্তাররা হলেন— বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) ও ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। গ্রেপ্তার তাফসীর হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। তাফসীর হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তিনি তা দাখিল করেননি।

এজাহারে উল্লেখ করা হয়, বাদীসহ তার পরিবারের সদস্যরা শনিবার রাত ৮টায় খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে ৯টায় আসামিরা হাতে লোহার পাইপ, স্টিলের তৈরি লাঠিসহ বাড়ির সামনে এসে ডাকাডাকি করে। পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেয়। এ সময় বাড়ির গেট খুলে দিলে তারা বাড়িতে প্রবেশ করে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজা শুরু করেন ও আসবাবপত্র উল্টাপাল্টা করতে থাকেন।

BBS cable ad