ইনসেপ্টার সৌজন্যে অটিজমবিষয়ক সচেতনতা সভা
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের সৌজন্যে অটিজমবিষয়ক একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কনফারেন্স রুমে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নারায়ণ সাহা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বীথি দেবনাথ, সহকারী অধ্যাপক ডা. নাজমুল হক, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মাদ মনির হোসেন, জুনিয়র কনসালট্যান্ট ডা. জোবাইদা পারভিন ও শিশু মনোরোগ বিশেষজ্ঞ বিপাশা রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম।