পিএইচপি ফ্লোট গ্লাসের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

বিডিএফএন লাইভ.কম
দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির অঙ্গ-প্রতিষ্ঠান পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স সম্প্রতি মৌলভীবাজারের দুসাই রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (অর্থ ও ঢাকা পরিচালন) মোস্তফা জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির তৃতীয় প্রজন্মের সদস্য মিজান ভিক্টর মহসীন।
চট্টগ্রাম থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। আগামী দিনের জন্য তিনি দিকনির্দেশনা দেন। পিএইচপি ফ্লোট গ্লাসের বিক্রয় ও বিপণন বিভাগের
প্রধান প্রসূন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশের বিক্রয় ও বিপণন বিভাগের সব প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন পিএইচপি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তথা ফ্লোট গ্লাস, অ্যালুমিনিয়াম ও গ্লাস প্রসেসিং ইউনিটের উৎপাদন ও কাস্টমার সার্ভিস বিভাগের প্রধানরা।
এ সময় প্রসূন তালুকদার একটি স্লাইড শোর মাধ্যমে বিগত বছরের ব্যবসায়িক মূল্যায়ন ও চলমান বছরের ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মিজান ভিক্টর মহসীন বলেন, ‘আমাদের এই টিম সবদিক দিয়েই ইউনিক। বিগত করোনা মহামারীর সময়েও যেভাবে নিজেদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন ও বিপণন অব্যাহত রেখে জাতীয় অর্থনীতিকে সচল রেখেছি, আশা রাখছি ভবিষ্যতেও আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’ সম্মেলন শেষে তিনি বিগত বছরের সেরা অর্জনকারীর হাতে পুরস্কার তুলে দেন।