নৌ-বিহারে সম্পন্ন হলো বুখারেস্টের মেয়রের ঢাকা সফর; রাতেই দেশে ফিরছেন

বিডিএফএন লাইভ.কম
বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা নদীতে নৌ-বিহার এর মাধ্যমে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরের ইতি টানলেন রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক্ট) রবার্ট সোরিন নেগোইতা।
গতকাল বুধবার (১৬ মার্চ) বুখারেস্ট মেয়রের সম্মানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসি) এই নৌ-বিহারের আয়োজন করে।
সকাল ১১টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে যাত্রা শুরু করে বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা নদী হয়ে বিকাল সাড়ে ৩টায় সদরঘাট ফিরে আসার মাধ্যমে এই নৌ-বিহার সম্পন্ন হয়।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ "পিএস মাসুদ" এ নৌ-বিহারটি আয়োজন করা হয়।
এতে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাদসিক মেয়রের সহধর্মিণী আফরিন তাপস, বুখারেস্ট মেয়রের সহধর্মিণী মিরিচা এনড্রিয়া (Mirica Andreea)-সহ মেয়রের সফর সঙ্গীগণ, দক্ষিণ সিটির প্রধান নিবার্হী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামানসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
নৌ-বিহারে বুখারেস্ট মেয়র নিজেই কি-বোর্ড বাজিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
এদিকে ৫ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ রাতে রোমানিয়ার উদ্দেশ্য যাত্রা করবেন বুখারেস্টের মেয়র ও তার সফর সঙ্গীগণ। টার্কিশ এয়ারলাইন্সের TK-713 ফ্লাইটে রাত ৯.৫৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রোমানিয়ার উদ্দেশ্য যাত্রা করবেন।
উল্লেখ্য, ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপসের আমন্ত্রণ বুখারেস্টের মেয়র ৫ দিনের রাষ্ট্রীয় সফরে গত ১২ মার্চ ঢাকা আসেন।