South east bank ad

চট্টগ্রামে মোবাইল কোর্ট এর অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা আদায়

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৯ অপরাহ্ন   |   সিটি কর্পোরেশন

চট্টগ্রামে মোবাইল কোর্ট এর অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা আদায়
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার (৩১ আগস্ট) মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নগরের কোতোয়ালী থানাধীন বক্সিরহাট এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট  জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১ টি বেকারী ও একটি মুড়ি ফ্যাক্টরীর মালিকের বিরুদ্ধে ৪টি মামলা রুজুপূর্বক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মালিকানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারে ক্রেতা সাধারনের চলাচলের পথ দখল করে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করে চলাচলের পথ উম্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।
BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: