ঢাবি এলাকার নষ্ট বাল্ব মেরামত করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নষ্ট বাল্বগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় মেরামত করা হচ্ছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যাওয়া বাল্বগুলো ঠিক করতে দেখা যায়। তবে কতগুলো বাল্ব পুনরায় মেরামত করা হচ্ছে এর সংখ্যা জানা যায়নি।
এ বিষয়ে ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের সাথে কথা হলে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ২১নং ওয়ার্ডের অধীনে, তাই বিশ্ববিদ্যালয়ের নষ্ট বাল্বগুলো আমরাই মেরামত করে দিচ্ছি। যেসব বাল্বের খুঁটি বাঁকা হয়ে গেছে, ভেঙে গেছে অথবা বাল্বটাই নষ্ট হয়ে গেছে, এসব বাল্ব এখন মেরামত করছি। তবে এটার সংখ্যা ঠিক বলতে পারছি না। কেননা, যেটাই নষ্ট হয়েছে সেটাকেই ঠিক করে দেয়া হচ্ছে।
এ বিষয়ে কর্মরত ইলেকট্রিশিয়ান নজরুল ইসলাম তাপস বলেন, নতুন কোনো ল্যাম্পপোস্ট বসানো হচ্ছে না, বরং যেগুলো বৃষ্টির পানি বা অন্য কোনোভাবে বেঁকে বা নষ্ট হয়েছে সেগুলোকে মেরামত করছি।