South east bank ad

এখন থেকে রাজধানীর সব উন্নয়নকাজে সিটি করপোরেশন ইন্টারফেয়ার করবে: আতিকুল ইসলাম

 প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৩:৩৫ পূর্বাহ্ন   |   সিটি কর্পোরেশন

এখন থেকে রাজধানীর সব উন্নয়নকাজে সিটি করপোরেশন ইন্টারফেয়ার করবে: আতিকুল ইসলাম

রাজধানীর উন্নয়ন কাজের মধ্যে সমন্বয় নেই। ফলে নানা সমস্যায় পড়ছে নগরবাসী। এসব বিষয়ে নগর কর্তৃপক্ষকে দোষারোপ করা হচ্ছে। এজন্য সমস্যা সমাধানে এখন থেকে রাজধানীর সব উন্নয়নকাজে সিটি করপোরেশন হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

বুধবার বিমানবন্দরের সামনের সড়ক পরিদর্শনে এসে মেয়র এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।


মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এটা সত্য যে, উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে সমন্বয় নেই। তবে এখন থেকে এটি আর হবে না। শহরের সকল উন্নয়নমূলক কাজে সিটি করপোরেশন ইন্টারফেয়ার করবে। যেমনটা আমরা মিরপুরের মেট্রোরেলের ক্ষেত্রে কিছুদিন আগে বলে এসেছি। উন্নয়ন হলে সুবিধা হবে। কিন্তু দুর্ভোগের জন্য মেয়ররা গালি খাবে সেটা হবে না। ট্রেনে করে মানুষ আসবে, কিন্তু মানুষ নামার পর চারদিকে কীভাবে যাবে সেই প্ল্যান নেই। এমনটা হতে দেয়া যাবে না।’

পরিদর্শনে এসে প্রকল্পকাজে দূরদর্শিতা না থাকার চিত্র পেয়েছেন উত্তর সিটি মেয়র। তিনি বলেন, ‘এখানকার প্রকল্প পরিচালকদের জিজ্ঞেস করলাম যে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যে বাস নামবে সেই বাস ঘুরবে কীভাবে? তারা কোনো প্ল্যান দিতে পারলেন না। কোনো নকশা দেখাতে পারলেন না।’

কোরবানির পশুর হাটের বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, ‘এখন যে অবস্থা সেই অবস্থায় পশুর হাট বসবে কি না সেটা সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসবে। আমাদের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ রয়েছে।’

নগরবাসীকে অনলাইনে কোরবানির পশু কেনার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রয়োজনে পশু কোরবানি করে মাংস নগরবাসীর কাছে পৌঁছে দেবে ডিএনসিসি। আর এক্ষেত্রে অন্তত এক হাজার গরু কোরবানি করে হোম ডেলিভারি করার সক্ষমতা ডিএনসিসির বর্তমানে রয়েছে। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে পশু কোরবানি করে মাংস কেটে ফ্রিজার গাড়ি দিয়ে হোম ডেলিভারি করবো। আমাদের আগে থেকে বুঝতে হবে যে, কতগুলো পশু আমাদের কোরবানি করে হোম ডেলিভারি করতে হবে। তাই আমরা ১০ জুলাই পর্যন্ত বুকিংয়ের সময় রেখেছিলাম। অনেকেই বলছেন, এটা অনেক কম সময় হয়ে যায়। তাই আমি সময় আরও দুই দিন বাড়িয়ে দিয়েছি অর্থাৎ ১২ জুলাই পর্যন্ত অনলাইনে পশু বুকিং দেয়া যাবে।’

এসময় অন্যদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, মাস র‍্যাপিড ট্রানজিট, বাস র‍্যাপিড ট্রানজিটের প্রকল্প পরিচালকরা এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



BBS cable ad

সিটি কর্পোরেশন এর আরও খবর: