South east bank ad

ইন্টারনেট সেবায় আসছে ‘এক দেশ এক রেট’ : প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা দিতে বিটিআরসি এর উদ্যোগে

 প্রকাশ: ০৫ জুন ২০২১, ০৯:১২ অপরাহ্ন   |   বিটিআরসি

ইন্টারনেট সেবায় আসছে ‘এক দেশ এক রেট’ :  প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা দিতে বিটিআরসি এর উদ্যোগে
 প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা দিতে বিটিআরসি এর উদ্যোগে প্রত্যন্ত এলাকাসহ সবার জন্য  আসছে ‘এক দেশ এক রেট’ ট্যারিফ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রোববার (৬ জুন) এই সেবার উদ্বোধন করবেন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ উপলক্ষে বিটিআরসি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার দীর্ঘদিন থেকেই ইন্টারনেট সেবায় সারাদেশে একদেশ এক রেট বাস্তবায়নের কথা বলে আসছেন। তিনি বলেন, যে ইন্টারনেট স্পিড শহরে হবে তা গ্রামেরও করতে হবে। শহরের বাইরে কেন বাড়তি পয়সা দিতে হবে, সেটা গ্রহণযোগ্য না।  

তিনি বলেন, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করতে ‘একদেশ এক রেট’ নীতি অনুসরণ করতে হবে। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ইন্টারনেটের পৃথক রেট গ্রহণযোগ্য হতে পারে না।

BBS cable ad