শেখ সারহান নাসের তন্ময় এমপির জন্মদিন আজ

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় (শেখ তন্ময়) এর জন্মদিন আজ। শেখ তন্ময় বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের দৌহিত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ছেলে।
সুদর্শন হাস্যোজ্জ্বল, সুবক্তা, সম্ভাবনাময় নেতা হিসেবে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। রাজনীতি সচেতনরা মনে করছেন, বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্মের মধ্যে রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হতে যাচ্ছেন তিনি।
করোনার শুরুতেই নানা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন এ সংসদ সদস্য। হটলাইনের মাধ্যমে ‘ডাক্তারের কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তার’ স্লোগানে নিজের সংসদীয় আসনে চিকিৎসাসেবা চালু করেন তিনি।
‘গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার, ভবিষ্যতের কাছে বর্তমানের অঙ্গীকার’ এই স্লোগান সামনে রেখে বাগেরহাট-২ আসনে এক হাজার ৭০৪ জন সন্তান সম্ভবা মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ডাক্তারদের জন্য সেফটি চেম্বারও স্থাপন করেছেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক ঘূর্ণিঝড় মোকাবেলায় শেখ তন্ময় নিজেই সার্বক্ষণিক স্থানীয় প্রশাসন দলীয় নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকসহ সবার সাথে যোগাযোগ রেখে আম্ফান মোকাবেলা করেছেন।
বাগেরহাটে তার উপস্থিতি তরুণ ও যুবক নেতা-কর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার করছে। তিনি অত্যন্ত পরোপকারী। কারও বিপদের খবর শুনলেই ছুটে আসেন। তার কানে কারও কোনো সমস্যার খবর পৌঁছালেই তার সমাধান করেন।
বিডিফিন্যান্সিয়ালনিউজলাইভ.কম এর পক্ষ থেকে শেখ সারহান নাসের তন্ময় এমপিকে জন্মদিনের শুভেচ্ছা।