নির্বাচন ঘিরে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে: বিজিবি মহাপরিচালক

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিজিবির কাঁধে অর্পিত সব ধরনের কাজের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার বিজিবি সদরদপ্তরে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৩তম সীমান্ত সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
গত ১১ থেকে ১৪ জুন ভারতের নয়াদিল্লীতে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিজিবির মহাপরিচালক বলেন, নির্বাচনকালীন সময়ে বর্ডার গার্ড বিজিবি ডিজির ওপর যেসব দায়িত্ব থাকে ও যেসব দায়িত্ব আসবে সব কিছু দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করব।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে বাহিনীর পক্ষ থেকে বড় একটি ভূমিকা থাকে। নির্বাচন উপলক্ষে অনেক আগ থেকেই বাহিনীতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এটার প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করা হয়েছে। বিষয়টি চলমান রয়েছে।