মহেশপুরে বিজিবির অভিযানে নারী-পুরুষসহ আটক ৭

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল থেকে বুধবার বিকাল পর্যন্ত বাঘাডাঙ্গা খোসালপুর নিমতলা বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে চারজন নারী, দুজন পুরুষ এবং একজন শিশু রয়েছে।
তারা সবাই বরিশালসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
এ ছাড়া একই সময় নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির অপর একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।