শিরোনাম

South east bank ad

কর্ণফুলী স্টিল মিলসের ঈগল রঙিন ঢেউটিন এখন বাজারে

 প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৪:০৪ অপরাহ্ন   |   ব্যাংক

কর্ণফুলী স্টিল মিলসের ঈগল রঙিন ঢেউটিন এখন বাজারে
টি. কে. গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান কর্ণফুলী স্টিল মিলস লিমিটেড বাজারে এনেছে আধুনিক প্রযুক্তির ঈগল কালার কোটেড স্টিল (ঈগল রঙিন ঢেউটিন)। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করল ঈগল কালার কোটেড রঙিন ঢেউটিন। 
এতে প্রধান অতিথি হিসেবে রঙিন ঢেউটিনের উদ্বোধন করেন টি.কে. গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক। 
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী স্টিল মিলসের জেনারেল ম্যানেজার (প্লান্ট) প্রকৌশলী জিয়াউল আবেদিন, সিনিয়র জেনারেল ম্যানেজার (স্টিল) মো. আব্দুল কাদের, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. তাজুল ইসলাম, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. নাসির উদ্দিনসহ টি. কে. গ্রুপের অন্য ইউনিটের প্রধান কর্মকর্তারা।
BBS cable ad