South east bank ad

নতুন মাদকসহ গ্রেপ্তার দুজন রিমান্ডে

 প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৩:১১ অপরাহ্ন   |   প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

নতুন মাদকসহ গ্রেপ্তার দুজন রিমান্ডে
হ্যালুসিনোজেন গ্রুপের (মনোঃভ্রম উদ্দীপক) নিষিদ্ধ নতুন মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ গ্রেপ্তার দুজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।


রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-কানাডা প্রবাসী নাগিব হাসান অর্ণব এবং তাইফুর রশিদ জাহিন।

এর আগে হাতিরঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত দেবনাথ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (৭ জুলাই) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ নতুন মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ এই দুজনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক ম্যাজিক মাশরুমের পাঁচটি বার এবং দুই বোতল বিদেশি মদ।

র‌্যাব বলছে, বিদেশ থেকে চকলেট হিসেবে আসছে ম্যাজিক মাশরুম। তা গোপনে বিক্রি করছে একটি চক্র। পাউডার, ক্যাপসুল হিসেবেও পাওয়া যায় এই মাদক। এটি ব্যবহারের পর সেবনকারীর নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না। এটি সেবনের পর ছাদ থেকে লাফিয়েও পড়তে পারেন কেউ। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়া যুবকদের মধ্যে কয়েকজন দেশে এই মাদক নিয়ে আসছেন।

BBS cable ad

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এর আরও খবর: