বরিশালে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান, আটক ৩
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকসিচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মাদককারবারি মো. জুয়েল হাওলাদার কালা (৩২), তার স্ত্রী রোকসানা আক্তার (৩০) এবং মাদক সেবনকারী মো. হোসেন ঢালী (৩৩)। জুয়েল হাওলাদার বকসিচর গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে।
হোসেন ঢালী হাতিয়া এলাকার বাসিন্দা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে পরিত্যক্ত দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা, দুটি দা, দুটি চাপাতি, তিনটি চাকু, একটি হ্যামার, একটি সিজার, একটি প্লাস, পাঁচটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোনসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।


