শিরোনাম

South east bank ad

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গৌরবোজ্জ্বল সাফল্য

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গৌরবোজ্জ্বল সাফল্য


 

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন ক্যাটাগরিতে প্রশংসনীয় সাফল্য অর্জনের মাধ্যমে তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন।

 

এ বছরের উল্লেখযোগ্য অর্জনসমূহের মধ্যে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাতীয় পর্যায়ে ২য় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছে। একই সাথে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এর অধ্যক্ষ লেঃ কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, পিএসসি, জি, পিএইচডি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (স্কুল) হওয়ার গৌরব অর্জন করেছেন। পাশাপাশি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সৈয়দপুর এর অধ্যক্ষ লেঃ কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি ২য় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক মোঃ আব্দুল বাতেন শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। এ বছর ১০৯ টি বিষয়ে মোট ২৬১ টি পুরস্কারের মধ্যে ৪৫ টি পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এই অর্জন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও ব্যক্তিগত পর্যায়ে সকলের নিষ্ঠা, অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার প্রতিফলন।

 

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি ও শিক্ষার মান উন্নয়নে ভবিষ্যতেও একাগ্র চিত্তে কাজ করে যাবে।   

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: