বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান
বিডিএফএন লাইভ.কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) সংস্থার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। বঙ্গবন্ধু নিজের জন্য কিছুই করেননি উল্লেখ করে তিনি বলেন, তার আদর্শকে ধারণ করে আমাদের ব্যক্তিস্বার্থ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।
দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেন, বঙ্গবন্ধু না জন্মালে আমাদের অবস্থা অন্যরকম হতে পারত। আমরা এ পর্যায়ে আসতে পারতাম না। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারব।
বঙ্গবন্ধুর ভাষণ, উপদেশ থেকে শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেন দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক। তিনি বলেন, শুধু কথায় নয় সেগুলো বাস্তবায়ন না হলে কিংবা বঙ্গবন্ধুর আদর্শকে মনে ধারণ না করলে কোনো লাভ হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদকের অন্যান্য কমিশনার, সচিব, সকল অনুবিভাগের মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালকগণ। এছাড়া ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
অন্যদিকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন শেষে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) কর্মকর্তাগণ কাজের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা এবং সার্বিক বিষয় নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেন।
এসময় কমিশন সকল যৌক্তিক বিষয় গ্রহণ ও অসঙ্গতিগুলো পর্যায়ক্রমে দূর করার বিষয়ে আশ্বস্ত করেন। অতিরিক্ত কাজের চাপ কমিয়ে আনার বিষয়ে কমিশন একমত পোষণ করেন। এছাড়া, তুচ্ছ কারণে ও অহেতুক শোকজ বা ব্যাখ্যা তলব করার মতো ভয়ের পরিবেশ থাকবে না বলে মত প্রকাশ করেন।
ডুসার কর্মকর্তারা আশ্বস্ত করেন যে ডুসা কখনো সিবিএ'র মতো দাবি-দাওয়া আদায়ের জন্য অন্যায্য আচরণ করবে না। ডুসা নিয়মতান্ত্রিকভাবে কর্মচারীদের কল্যাণ ও পেশাগত সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য কমিশনকে অবহিত করবে। পাশাপাশি কমিশনের সঙ্গে যৌথভাবে দুদকের ভাবমূর্তি উন্নয়নে কাজ করবে।
ডুসার কর্মকর্তারা আগামী পহেলা এপ্রিল কমিশন সচিবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন বলে সভাতে জানানো হয়। এসময় উপস্থিত সকলকে ডুসার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।
এছাড়া, কমিশন কর্মকর্তাগণ কমিশনের মিশন-ভিশন বাস্তবায়নে কমিশনের সঙ্গে একযোগে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে বলে অঙ্গীকার করেন। আগামী দিনে জনআকাঙ্খা পূরণে কমিশন কৌশল নির্ধারণ করবে যা কর্মচারীগণ দৃঢ়চিত্তে বাস্তবায়ন করবে মর্মে প্রতিজ্ঞবদ্ধ হন।