South east bank ad

দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রশিক্ষণ

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ০২:৩৭ পূর্বাহ্ন   |   দুদক

দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রশিক্ষণ
বিডিএফএন লাইভডটকম

দুর্নীতি দমন কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় কমিশনের অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউশন ব্যবস্থাপনাসহ মনিটরিং এর জন্য এবং দুর্নীতি বিষয়ক অভিযোগ দায়ের এবং সংশ্লিষ্ট অভিযোগের ব্যবস্থাপনার জন্য Asian Development Bank (ADB) এর অর্থায়নে তৈরিকৃত Investigation and Prosecution Management System (IPMS) সফট্‌ওয়্যারের ওপর কমিশনের সকল কার্যালয়ের ২৩ টি ব্যাচে মোট ৬৯৭ জন কর্মকর্তা-কর্মচারীদের দেশের সকল বিভাগীয় শহরের বিভিন্ন ভেন্যুতে একযোগে ৪দিন ব্যাপী Operational User Training কার্যক্রম চলমান রয়েছে। 

গত ৩ অক্টোবর কমিশনের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, প্রকল্প পরিচালক ও মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান কর্তৃক সফট্ওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে IPMS এর Operational User Training কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

ইতোমধ্যে ১৪ টি ব্যাছে ৪৭৬ জন কর্মকর্তা/কর্মচারীদের Operational User Training প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।  

কমিশনের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি অনুবিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের PMC, Technohaven Company Limited এর সহযোগিতায় এবং IPMS সফট্ওয়্যারটি প্রস্ততকারী প্রতিষ্ঠান ITC, Technovista Limited কর্তৃক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণের সময়সূচী অনুযায়ী Top Management Training, Operational User Training, System Administration মডিউলের প্রশিক্ষণ আগামী ২২ নভেম্বর মধ্যে শেষ হবে।
BBS cable ad