South east bank ad

ফেসবুকে লিখতেই আমি পছন্দ করি

 প্রকাশ: ২৪ মে ২০২১, ০৭:১৭ অপরাহ্ন   |   সোশ্যাল মিডিয়া

ফেসবুকে লিখতেই আমি পছন্দ করি


আশরাফুল আলম খোকন :

ফেসবুকে লিখতেই আমি পছন্দ করি। আগ্রহও বেশি। অনেকেই জিজ্ঞেস করেন পত্রিকায় কেন লিখি না ? পত্রিকাতে লিখলেতো আর্কাইভ থাকে। পরে সম্পাদনা করে বইও বের করা যায়। নিজের ঝুলিতে অনেক কিছু জমাও হয়।
কথা সত্য। নিজের ঝুলি আমার বরাবরই শূন্য। শূন্য ঝুলি পূর্ণ করতেও চাই না। পত্রিকার জন্য বড় বড় লেখা আমার ধৈর্যে কুলায় না। কয়েক প্যারা লেখার পরই আর মনের ভাব সম্প্রসারণ হয় না। আর আমি লেখা শুধুই বড় করার জন্য আজাইরা প্যাচালও করতে পারিনা।
আর আমার লেখা ছাপাবেই বা কে। কাউকে অনুরোধ করতেও ইগোতে লাগে।
আরো একটা কারণ আছে। পত্রিকার লেখা হয় এক তরফা। পাঠকের মতামত খুব একটা জানা যায় না। ফেসবুকে লেখার সুবিধা হচ্ছে সহমত-অসহমত-বিক্ষুব্ধতা সব বুঝা যায়। অনেকে তথ্যের অনেক নতুন সংযুক্তিও দেন। এই আইডিয়া নিয়েও নিজেকে অনেক সমৃদ্ধ করা যায়।
এরপর সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে, পত্রিকার বিকপ্ল কখনোই ফেসবুক না। পত্রিকাতে দায়বদ্ধতা থাকে ফেসবুকে থাকে না। তাই ভুল শুদ্ধ মিলিয়ে যে যা ইচ্ছা লিখতে পারে। দ্যাখেন না, ফেসবুকে ভুলবাল তথ্য দিয়ে লিখে ও টকশো করে আলতু ফালতু কত সেলিব্রেটি হয়ে গেছে ??


BBS cable ad