নতুন অর্থ সচিব হলেন খায়েরুজ্জামান মজুমদার

অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্বে রয়েছেন। বুধবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে অর্থ বিভাগে তাকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী ২৮ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে।
প্রসঙ্গত, অর্থ বিভাগের বর্তমান সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমীন চলতি মাসের শেষের দিকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিচ্ছেন। তার স্থলে অর্থ বিভাগের নতুন সচিব হিসেবে ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে পদায়ন করা হয়েছে।