South east bank ad

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার একটি সিদ্ধান্ত বাতিল করল সরকার

 প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার একটি সিদ্ধান্ত বাতিল করল সরকার

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী —এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইডও শেয়ার করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী বলেন, জুলাই কোমেমোরেশন প্রগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিল। একটা মাত্র কর্মসূচিই আমরা কয়েকবার কেটেছি, আবার যুক্ত হয়েছে। আমরা অনেকেই একমত ছিলাম ‘এক মিনিট ইন্টারনেট ব্ল‍্যাক আউট’ গ্রেট আইডিয়া না সম্ভবত। পরে আবার নানা আলোচনায় এটা ঢুকে পড়ে কর্মসূচিতে।
অনেক বড় কর্মসূচি এবং বড় একটা দল কাজ করলে এ রকম দু-একটা ভুল চোখের আড়ালে থেকে যায়।

তিনি আরো বলেন, যা-ই হোক, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, সেই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানানোর জন‍্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করে হচ্ছে।

এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছেন ফারুকী।

BBS cable ad