South east bank ad

ভারতে পালানোর সময় সাবেক যুগ্ম-সচিব আটক

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন   |   সচিব

ভারতে পালানোর সময় সাবেক যুগ্ম-সচিব আটক

সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে জাতীয় সংসদ সচিবালয়ের সদ্য সাবেক যুগ্ম-সচিব এ এ এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির সালদা নদী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল পুটিয়া সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের সময় কিবরিয়া মজুমদারকে আটক করে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে। এজন্য গ্রেফতার এড়াতে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন তিনি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্তে সজাগ দৃষ্টি রাখছে বিজিবি।

BBS cable ad