গৃহায়ন ও গণপূর্তে নতুন সচিব মো. নবীরুল ইসলাম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন মো. নবীরুল ইসলাম। সবশেষ তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।