চুক্তিভিত্তিক কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার

কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বেগম ওয়াহিদা আক্তার। বর্তমানে তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
বৃহস্পতিবার তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারির পর পুনরায় আরেক আদেশে তাকে একবছর চুক্তিভিত্তিক স্ব পদে পদায়ন করা হয়।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তারকে তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১২ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী একবছর মেয়াদে কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।