ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২৭ মে ২০২৩ সন্ধ্যায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, ঢাকা রেঞ্জ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজিপি ট্যুরিষ্ট পুলিশ।
এছাড়াও সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) ডিএমপি, ঢাকাসহ সংবর্ধিত অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন (১) জনাব কাজী মাকসুদা লিমা পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), ঢাকা রেঞ্জ (২) জনাব রুহুল আমিন সাগর, অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ (৩) জনাব মুহাম্মদ ছুরুত আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ), ঢাকা রেঞ্জ (৪) জনাব নাজমুর রায়হান, সহকারী পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ (৫) জনাব মোঃ রিফাত বাশার তালুকদার, সহকারী পুলিশ সুপার (ক্রাইম), ঢাকা রেঞ্জ।
অনুষ্ঠানের শুরুতেই ঢাকা রেঞ্জের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। শুভেচ্ছা জ্ঞাপন শেষে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম (বার), স্বাগত বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) অতিরিক্ত আইজিপি ট্যুরিষ্ট পুলিশ ও জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) ডিএমপি, ঢাকা তাঁদের ঢাকা রেঞ্জে কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন।
ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম সংবর্ধিত প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশ মহোদয়সহ সকলকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং সকলকে আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশ মহোদয় গত ২২ মে ২০১৯ খ্রিঃ তারিখ হতে ১১ অক্টোবর ২০২২খ্রিঃ পর্যন্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ হিসাবে দায়িত্ব পালন করেন।
এছাড়া জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম যুগ্ন কমিশনার ডিএমপি গত ১৪ জুলাই ২০২২খ্রি. তারিখ হতে ১২ নভেম্বর ২০২২খ্রি. তারিখ পর্যন্ত ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।