South east bank ad

হামলায় আহত সাংবাদিকের পাশে র‌্যাব

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ অপরাহ্ন   |   র‍্যাব

হামলায় আহত সাংবাদিকের পাশে র‌্যাব
রাজধানীর নয়াপল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলায় অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক আহত সিরাজুম সালেকীনকে দেখতে ও তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান র‌্যাবের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সালেকীনকে দেখতে যান তারা।

এসময় পুলিশের এলিট ফোর্সটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, উপ-পরিচালক মেজর লুৎফুল হাদী, সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান ও সহকারী পরিচালক আল আমিন উপস্থিত ছিলেন।

র‌্যাব কর্মকর্তারা হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সিরাজুম সালেকীনের স্বাস্থ্যের খোঁজখবর নেন। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং উপস্থিত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংবাদিক সালেকীনের ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। গতকাল বুধবার পঙ্গু হাসপাতালে ভাঙা পায়ের অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিচ্ছেন।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: