জিয়া উদ্যান-জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কে বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ জনসমাগমপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ জনসমাগমপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।


