South east bank ad

সারা দেশে টহল দিচ্ছে র‌্যাবের ৪৬০টি দল

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন   |   র‍্যাব

সারা দেশে টহল দিচ্ছে র‌্যাবের ৪৬০টি দল
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বিভিন্ন বাহিনী। আজ সোমবার (৬ নভেম্বর) সকালে পৃথক সংক্ষিপ্ত বার্তায় মোতায়েনকৃত টহল দল ও প্লাটুনের সংখ্যা জানিয়েছে র‌্যাব ও বিজিবি।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে রাজধানীতে টহল দিচ্ছে ১৬০টি দল। সারাদেশে মোটি ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।

অন্যদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া আজ সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সদস্যদের পাহারা ও তল্লাশি চালাতে দেখা গেছে।

এদিকে বিএনপির দ্বিতীয় দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন গতকাল দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তবে আগের রাতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে অবরোধ চলাকালে রাজধানীতে আরো অন্তত ছয়টি বাসে আগুন দেয়া হয়। সব মিলিয়ে অবরোধের প্রথম দিনে ১৬টি বাসে অগ্নিসংযোগের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

এছাড়া আওয়ামী লীগের একটি কার্যালয়েও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ককটেল হামলার ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিংয়ে পুলিশের টহল গাড়িতে।

বিরোধী দলগুলোর দুদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয় গতকাল সকাল ৬টা থেকে। শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকায় ৬টায়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: