South east bank ad

শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-২

 প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ১২:১১ অপরাহ্ন   |   র‍্যাব

শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-২
রাজধানীর দারুস সালাম থানার একটি শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী

গ্রেপ্তার আসামরি নাম মো. আসাদুল ইসলাম (২৬)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি পাঁচ বছর ধরে পলাতক ছিলেন।

শুক্রবার সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ সালের ৪ মে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ৫ বছর বয়সী ইসরাত জাহান ইভাকে মুঠোফোনে মটু পাতলু দেখানোর কথা বলে আসাদুল ইসলাম (২৬) তার রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটির চিৎকার শুনে তার মা ছুটে গেছে আসাদুল ইসলাম রুম থেকে দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে দারুস সালাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আদালত বিচারিক কার্যক্রম শেষে আসামি মো. আসাদুল ইসলামে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদয়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়েূর সময় আসামি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর পর থেকে আসাদুল ইসলাম দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আসামিকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এ মামলায় ৬ মাস জেল খাটার পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। গ্রেপ্তার এড়ানোর জন্য বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন। আত্মগোপনে থাকাকালে পরিচয় লুকিয়ে বিভিন্ন পেশায় কাজ করতেন। সবশেষ তিনি একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: