শিরোনাম

South east bank ad

বনানীতে সিসা লাউঞ্জে যুবক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন   |   র‍্যাব

বনানীতে সিসা লাউঞ্জে যুবক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর বনানীর ‘৩৬০ ডিগ্রি’ সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার বিকালে কুমিল্লা থেকে র‌্যাব-১, এর একটি দল তাদের গ্রেপ্তার করে।


এদিন সন্ধ্যায় র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হত্যার পর দুই আসামি কুমিল্লায় পালিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য শনিবার দুপুরে উত্তরা র‌্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।


এর আগে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে ৩১ বছর বয়সী রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বি মহাখালী এলাকার বাসিন্দা।

ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে। এরমধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়। তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে।


পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির দিকে ছুড়ে মারতে দেখা গেছে। সবশেষে আরেকজন এসে রাব্বির ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায়।

এ ঘটনায় শুক্রবার রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা করেন। পরে বনানী এলাকায় অভিযান চালিয়ে মীর হোসেন, ফজলে রাব্বি, সাব্বির আহমেদ সুমন ও আরাফাত ইসলাম ফাহিম নামের চারজন সন্ধিগ্ধ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: