মাদক ও ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০

মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বাঘড়া এলাকায় মাদক ও ০২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০।
১। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী ও অস্ত্রধারী অপরাধী গ্রেফতার এবং মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে র্যাব-১০ জনগণের আস্থা অর্জনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ আনুমানিক দুপুর ১৩:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বাঘড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
৩। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব-১০ তার গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে।
৪। উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় জমা করা হয়েছে।