শিরোনাম

South east bank ad

বইমেলায় আসছে র‌্যাব মুখপাত্র মঈনের দুই বই

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন   |   র‍্যাব

বইমেলায় আসছে র‌্যাব মুখপাত্র মঈনের দুই বই
অমর একুশে বইমেলায় আসছে পুলিশের এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের লেখা সচেতনতামূলক দুটি বই। ‘মাদকের সাতসতেরো’ ও ‘কিশোর গ্যাং- কীভাবে এলো, কীভাবে রুখবো’ নামের বই দুটি প্রকাশিত হবে কবি প্রকাশনী থেকে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে বই দুটি মেলার ৬৩ ও ৬৪ নম্বর স্টলে পাওয়া যাবে।

‘মাদকের সাতসতেরো’ বইটি সম্পর্কে জানা গেছে, র‌্যাবের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে মাদক সেবনকারী ও মাদক কারবারিদের সম্পর্কে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে তার যে অভিজ্ঞতার সঞ্চার হয়েছে তারই প্রতিফলন ঘটিয়েছেন এ বইয়ে। এছাড়া মাদকের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে দরিদ্র নারী ও শিশুদের। কখনো কখনো বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরাও জড়িয়ে যাচ্ছেন। বইটিতে মাদক সেবনের ভয়াবহ ক্ষতিকর প্রভাব এবং মাদক কারবারিদের ভয়ানক ও অন্ধকার রূপের কথা তুলে ধরা হয়েছে। সমাজ থেকে মাদককে সমূলে উৎপাটিত করার রূপরেখাও দিয়েছেন লেখক।

অন্যদিকে ‘কিশোর গ্যাং- কীভাবে এলো, কীভাবে রুখবো’ বইটি সম্পর্কে জানা গেছে, খন্দকার মঈন তার দায়িত্ব পালনের সময় একজন কিশোর কীভাবে অপরাধের দিকে ঝুঁকে পড়ে তা খুব কাছে থেকে দেখেছেন। নিজের পেশাগত অভিজ্ঞতা ও তন্নিষ্ঠ পাঠের ফসল এ বইটি। তিনি র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন কিশোর গ্যাংয়ের উত্থান সংশ্লিষ্ট নানা বিষয় প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ ও গবেষণালব্ধ বাস্তব অজ্ঞিতারই প্রতিফলন ঘটিয়েছেন তার এ বইয়ের লেখায়।

কমান্ডার মঈনের কলমে পাঠক দেখতে পারবেন- কিশোর গ্যাং সমাজ ও রাষ্ট্রের জন্য কী সংকট তৈরি করেছে। তবে শুধু সমস্যার বয়ানেই সীমাবদ্ধ থাকেননি লেখক। এই অহেতুক যন্ত্রণা থেকে উত্তরণের জন্য আমাদের করণীয় কী, তাও আলোচিত হয়েছে ‘কিশোর গ্যাং- কীভাবে এলো, কীভাবে রুখবো’ গ্রন্থে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: