South east bank ad

দুর্নীতি করে কেউ যেন পার না পায়: রাষ্ট্রপতি

 প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০২:০৪ অপরাহ্ন   |   রাষ্ট্রপতি

দুর্নীতি করে কেউ যেন পার না পায়: রাষ্ট্রপতি
বিডিএফএন লাইভ.কম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমকে আরও গতিশীল করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি বলেন, দুর্নীতি করে কেউ যেন পার না পায় তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

গতকাল রোববার (২০ মার্চ) সন্ধ্যায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বঙ্গভবনে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ ও ২০২১ জমা দিতে গেলে তিনি এ পরামর্শ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপ্রধান তদন্ত ও অনুসন্ধান প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও নির্দেশ দেন। দুর্নীতি উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় উল্লেখ করে রাষ্ট্রপতি দুর্নীতি দমনে প্রতিকারের চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতকালে দুদক চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক ও কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।

এসময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, মো. জহুরুল হক ও সচিব মোহাম্মদ মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান ও নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার উপস্থিত ছিলেন।
BBS cable ad

রাষ্ট্রপতি এর আরও খবর: