প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহামান্য রাষ্ট্রপতি
যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার (০৪-০৭- ২০২৩) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম দিন পালিত হয়। ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট।
৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ সকালে পিজিআর সদর দপ্তরে পোঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি; মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পিজিআর কমান্ডার তাঁকে অভ্যর্থনা জানান।