শিরোনাম

South east bank ad

বিটিআরসিতে ভাংচুর, পুলিশ হেফাজতে অন্তত ৩০ জন

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন   |   পুলিশ

বিটিআরসিতে ভাংচুর, পুলিশ হেফাজতে অন্তত ৩০ জন
দেশে অবৈধ ও নিবন্ধনবিহীন মোবাইল হ্যান্ডসেট বন্ধ ও নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে টেলিকম বিভাগের অন্যতম নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাংচুর করেছেন মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩০ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তারা গতকাল বিকালে বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছেন বলে বণিক বার্তাকে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

তিনি বলেন, ‘বিকালে হঠাৎ করে কিছু লোক বিটিআরসি ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী তাদের সরিয়ে দেয়। হামলায় বিটিআরসি ভবনের সামনের গ্লাস ভেঙে গেছে। হামলাকারীরা মোবাইল ব্যবসায়ী ছিল বলে জানা গেছে। বিটিআরসির ওপর হামলার ঘটনায় প্রায় ১৫ জনকে আমরা হেফাজতে নিয়েছি। যাচাই-বাছাই করে যারা জড়িত তাদের গ্রেফতার দেখানো হবে। বিটিআরসি মামলা করলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। এছাড়া সেনাবাহিনী কয়েকজনকে তাদের হেফাজতে নিয়েছে।’

জানা যায়, নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) পূর্ণাঙ্গভাবে কার্যকর করেছে বিটিআরসি। এর ফলে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া যেকোনো অবৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বণিক বার্তাকে বলেন, ‘এনইআইআর ব্যবস্থা চালুর বিষয়ে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফায় আমাদের বৈঠক হয়েছে। সেখানে তাদের দাবি ছিল আমদানি শুল্ক কমিয়ে আনা, সেটা আমরা কমিয়ে দিয়েছি। আমদানি প্রক্রিয়া সহজ করতে বলেছে, তা করেছি। অবৈধ হ্যান্ডসেট বৈধ করার ক্ষেত্রে সময় চেয়েছিল সেটাও করেছি। পুরনো সেট তারা নিবন্ধন করতে সময় চেয়েছিল, সেটা আমরা মেনে নিছিলাম। কিন্তু তার পরও তারা বিটিআরসি ভবনে হামলা করে ভাংচুর করেছে।’

তারা মূলত চায় পাশের দেশ থেকে চুরি হওয়া, পুরনো ফোন এনে কেস চেঞ্জ করে বিক্রি করতে। এটা তো ঝুঁকিপূর্ণ। আসলে তারা চুরি হওয়া ফোন বিক্রি করতে চায় সেটা আমরা হতে দিচ্ছি না বলে এ হামলা।’

হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘কারা হামলা করেছে সেটার সিসি টিভি ক্যামেরার ফুটেজ আছে। তা পুলিশকে দিয়েছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অনেককে আটকও করা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে মামলা করব। মামলার প্রক্রিয়া চলছে।.
BBS cable ad