শিরোনাম

South east bank ad

বডি ওর্ন ক্যামেরাসহ হাদির জানাজায় থাকছে পর্যাপ্ত পুলিশ

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন   |   পুলিশ

বডি ওর্ন ক্যামেরাসহ হাদির জানাজায় থাকছে পর্যাপ্ত পুলিশ

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ওসমান হাদির জানাজা ঘিরে বাড়তি নিরাপত্তা এবং মাঠ পর্যায়ে বডি ওর্ন ক্যামেরাগুলোর কার্যকারিতা যাচাই করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

তিনি বলেন, ‘কোনো নিরাপত্তা শঙ্কা নেই, মূলত আমাদের রেগুলার ইনস্ট্রুমেন্টের অংশ হয়ে যাচ্ছে বডি ওর্ন ক্যামেরাগুলো। এ কারণেই এগুলোর কার্যকারিতা যাচাই করা প্রয়োজন, যাতে আমরা কেন্দ্রীয়ভাবে মাঠের কার্যক্রম তদারকি করতে পারি।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: