দেড় যুগ পর একসঙ্গে পুলিশ ক্যাডার হলেন সেই দম্পতি
২০০৭ সালে সরকার বদলের গ্যাঁড়াকলে বাতিল হয় আলোচিত ২৭তম বিসিএস। সেই বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন এক দম্পতি। দীর্ঘ ১৮ বছরের রুদ্ধশ্বাস আইনি লড়াই শেষে অবশেষে জয়ের হাসি হাসলেন তারা।
উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ৬৭৩ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এই নিয়োগ তালিকার সবচেয়ে আলোচিত এবং উজ্জ্বল নাম হয়ে উঠেছেন দম্পতি মোহাম্মদ ওয়াজকুরনী এবং আফরোজা হক খান।
জনপ্রশাসনে নিয়োগপ্রাপ্ত ৭০ জন পুলিশ ক্যাডারের তালিকায় ঠাঁই পেয়েছেন এই দম্পতি। বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত থাকলেও, নিজেদের পছন্দের ক্যাডারে যোগ দেওয়ার স্বপ্ন বিসর্জন দেননি তারা। সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ ক্যাডারের যোগ দেবেন।
ওয়াজকুরনী বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা এবং বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক এবং তার স্ত্রী আফরোজা হক খান দুর্নীতি দমন কমিশনে কর্মরত।
ওয়াজকুরনী ঢাকা কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। আর আফরোজা হক খান ভারতেশ্বরী হোমস থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেছেন।


