South east bank ad

ভাসানচরে ইউএনএইচসিআর যুক্ত হওয়ায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের আনন্দ র‍্যালি ও মিস্টি বিতরণ

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১০:৩৯ অপরাহ্ন   |   অন্যান্য

ভাসানচরে ইউএনএইচসিআর যুক্ত হওয়ায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের আনন্দ র‍্যালি ও মিস্টি বিতরণ
ভাসানচরে কাজ করার জন্য সরকারের সাথে ইউএনএইচসিআর-এর চুক্তি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে বুধবার (১২ অক্টোবর) সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প- ২ ইষ্টে ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭-তে সাধারণ রোহিঙ্গারা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে আনন্দ র‍্যালি করে।

এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা এবং ইউএনএইচসিআর কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।

উভয় র‍্যালিতে কয়েক শত রোহিঙ্গা উপস্থিত ছিলো।

এসময় তারা বলেন, ভাসানচরে ইউএনএইচসিআর যুক্ত হওয়াতে সেখানে তাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি হবে ফলে ভাসানচরে অবস্থানরত তাদের আত্মীয়-স্বজন আরও সুখে-শান্তিতে বসবাস করতে পারবে এবং স্বতঃস্ফূর্তভাবে আগের তুলনায় অধিক রোহিঙ্গা ভাসানচরে বসবাসের জন্য আগ্রহী হবে।

আনন্দ র‍্যালি শেষে উভয় ক্যাম্পেই রোহিঙ্গারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করে।
BBS cable ad