বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের বিশেষ আয়োজন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ও ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আগামী ১০, ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫ নভেম্বর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ বছরের মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে—‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’। ১০ অক্টোবর এক ওয়েবিনারের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। চলতি বছরে প্রতিপাদ্যই এ ওয়েবিনারের বিষয়বস্তু।
এ ওয়েবিনার অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
মূল প্রবন্ধ পাঠ করবেন বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সভাপতি ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।