শিরোনাম

South east bank ad

একটি গ্রহের তিনটি সূর্য!

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৬:৫৮ অপরাহ্ন   |   অন্যান্য

একটি গ্রহের তিনটি সূর্য!
সৌরজগতে সব কিছুর উৎস সূর্য। সব গ্রহের প্রাণ, পরিবেশ সূর্যের উপর নির্ভরশীল। সাধারণত সৌরজগতে সূর্যকে ঘিরে গ্রহগুলো আবর্তিত হয়। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের দূরে এমন  একটি গ্রহের সন্ধান পেয়েছেন যা কিনা একসঙ্গে সূর্যের মতো তিনটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।

আর ওই গ্রহটি পৃথিবী থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে।

লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়েক জ্যোর্তিবিজ্ঞানীরা প্রথম এ গ্রহটি আবিষ্কার করেছেন, যা কিনা একসঙ্গে তিনটি সূর্যকে প্রদক্ষিণ করছে। এর আগে একটি বা দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে এমন গ্রহের সন্ধান পাওয়া গেলেও, একসঙ্গে তিনটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেরকম কোন গ্রহের সন্ধান পাওয়া যায়নি। সেক্ষেত্রে এই প্রথম এ ধরনের কোনও গ্রহের সন্ধান পাওয়া গেল।

রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক নোটিসে এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছে, গ্রহটিকে দেখা না গেলেও তিনটি নক্ষত্রের উপস্থিতি স্পষ্ট বোঝা গেছে।

BBS cable ad