চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটনের সাথে জড়িতদের পুরুস্কৃত করলেন নৌ পুলিশ প্রধান
গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখে নৌ পুলিশ হেডকোয়াটার্স,ঢাকায় আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম মহোদয় চাঁদপুরের শরিয়তপুর এলাকায় সংঘটিত এক চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন,লুন্ঠিত মালামাল উদ্ধার ও জলদস্যুদের গ্রেফতারের সাথে জড়িতদের পুরুস্কৃত ও সম্মানিত করেন। গত ১১.০৮.২০২২ খ্রি তারিখে জাজিরা শরিয়তপুর এলাকায় নৌ টহল ডিউটি করাকালীন পালের চর নামক স্থানে জলদস্যুদের স্পিডবোট ধাওয়া করলে জলদস্যুরা নৌ পুলিশ সদস্যদের উপর গুলি ছুড়তে শুরু করে।গোলাগুলির একপর্যায়ে জলদস্যুরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জন প্রতিনিধি জনাব মোঃ তবারক আলী,ইউপি সদস্য গাওদিয়া,১নং ওয়ার্ড ও জনাব মোঃ বাদল ফকির ,ইউপি সদস্য, গাওদিয়া,৮নং ওয়ার্ড জলদস্যু দের ধরার জন্য স্থানীয় জন সাধারণদের নিয়ে জলদস্যুদের ধরার জন্য বিশেষ সহায়তা প্রদান করেন।স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে ০৫ জন কুখ্যাত জলদস্যুদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
নৌ পুলিশ প্রধান চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ এই অভিযানে নৌ পুলিশকে সহায়তা করায় স্থানীয় জন প্রতিনিধি জনাব মোঃ তবারক আলী,ইউপি সদস্য, গাওদিয়া,১নং ওয়ার্ড ও জনাব মোঃ বাদল ফকির ,ইউপি সদস্য, গাওদিয়া,৮নং ওয়ার্ড কে সম্মাননা প্রদান করেন।তিনি অভিযানে অংশ নেয়া মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ০৪জন পুলিশ সদস্য ১.এসআই জনাব মোঃ জহিরুল হক ২.এএসআই জনাব মোঃ শহিদুল ইসলাম ৩.কং/৪৩৭এসএম ইস্রাফিল হোসাইন৪.কং/১২৩১মোঃ রেজাউল ইসলাম কে পুরুস্কৃত করেন ।
স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ নৌ পুলিশ প্রধানের এ ধরনের আন্তরিকতায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নৌ সন্ত্রাস দমনে নৌ পুলিশকে সহায়তা করবেন বলে অঙ্গীকার করেন।
নৌ পুলিশ প্রধান চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ এই অভিযানে নৌ পুলিশকে সহায়তা করায় স্থানীয় জন প্রতিনিধি জনাব মোঃ তবারক আলী,ইউপি সদস্য, গাওদিয়া,১নং ওয়ার্ড ও জনাব মোঃ বাদল ফকির ,ইউপি সদস্য, গাওদিয়া,৮নং ওয়ার্ড কে সম্মাননা প্রদান করেন।তিনি অভিযানে অংশ নেয়া মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ০৪জন পুলিশ সদস্য ১.এসআই জনাব মোঃ জহিরুল হক ২.এএসআই জনাব মোঃ শহিদুল ইসলাম ৩.কং/৪৩৭এসএম ইস্রাফিল হোসাইন৪.কং/১২৩১মোঃ রেজাউল ইসলাম কে পুরুস্কৃত করেন ।
স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ নৌ পুলিশ প্রধানের এ ধরনের আন্তরিকতায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নৌ সন্ত্রাস দমনে নৌ পুলিশকে সহায়তা করবেন বলে অঙ্গীকার করেন।