৫ লাখ মিটার চায়না জাল জব্দ করেছে নৌ পুলিশ

ঢাকা জেলার দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না জাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌ পুলিশ।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জুলাই,২০২১) নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এর উপস্থিতিতে এবং দিক নির্দেশনায় ঢাকা জেলার দোহার থানার নতুন বাজার এলাকা থেকে ৫ লাখ মিটার চায়না জাল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ কোটি ২৫ লক্ষ টাকা। উদ্ধারকৃত এ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান মোঃ আতিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম (বার) বলেন,“দেশের মৎস্য সম্পদ ধ্বংস কারী অবৈধ জালের উৎপাদন বন্ধে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌ পুলিশ। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অবৈধ চায়না জাল উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।