সহায়তা নিয়ে ডেঙ্গু আক্রান্তদের পাশে এমপি শাওন
ভোলার লালমোহনে ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের পাশে দাঁড়িয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্সের হলরুমে ব্যক্তিগত পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাওন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত ৭ রোগীকে দেখতে যান তিনি। এসময় তাঁদের শারীরিক খোঁজ খবর নেন এবং তাদের সুচিকিৎসার জন্য স্বজনদের হাতে আর্থিক অনুদান তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খানসহ আরও অনেকে।