South east bank ad

সাবেক এমপি কেরামত আলী কারাগারে

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০১:০৬ অপরাহ্ন   |   এমপি

সাবেক এমপি কেরামত আলী কারাগারে

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ এপ্রিল) সকালে রাজবাড়ীর আদালতে তাকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

এর আগে গতকাল (রোববার) রাজধানীর মহাখালী থেকে কেরামত আলীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার কাজী কেরামত আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজবাড়ীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন-পীড়নের অভিযোগে কেরামত আলীর বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

BBS cable ad