South east bank ad

সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেফতার

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন   |   এমপি

সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেফতার

জুলাই ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-২

বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব সদর দফতরের লিগ্যাল এবং মিডিয়া উইংসের সহকারি পরিচালক সহকারি পুলিশ কমিশনার (এএসপি) মো. আল আমিন।

তিনি জানান, সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় রয়েছে। ওই মামলায় রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

BBS cable ad