প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছেন : তোফায়েল আহমেদ
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলেছেন। তার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বিশে^ বাংলাদেশ এখন মর্যাদাশীল দেশ।
আজ রোববার দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী সভাপতিত্ব করেন।
তোফায়েল আহমেদ বলেন, আমরা স্বল্পন্নত দেশ ছিলাম। সেখান থেকে আমরা উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছি এবং ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হবো। বাংলাদেশকে নিয়ে আজকে আমরা গর্ববোধ করি। ব্যাপক উন্নয়ন হয়েছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল-জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আমাদের বাংলাদেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিলো, একটি ছিলো স্বাধীনতা অন্যটি শোষণমুক্ত বাংলা। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, আজকে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলছি।
এর আগে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের অগ্রগতি তুলে ধরেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান প্রমুখ।